বিনোদন

প্রথমবার ওটিটিতে অপু বিশ^াস, থ্রিলার ‘শিকার’

প্রবাহ বিনোদন: বিরতি কাটিয়ে আবারও কাজের ব্যস্ততায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ^াস। বড় পর্দার পাশাপাশি এবার তিনি নাম লেখালেন ওটিটি কনটেন্টে। প্রথমবারের মতো একটি ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন তিনি। থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মের নাম ‘শিকার’, যার শুটিং হবে নেপালে। ‘শিকার’ পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, এটি একটি থ্রিলারধর্মী ওয়েব ফিল্ম এবং এর মাধ্যমে অপু বিশ^াসের ওয়েব কনটেন্টে অভিষেক হতে যাচ্ছে। ইতোমধ্যে অভিনেত্রীর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এই ওয়েব ফিল্মে অপু বিশ^াসের বিপরীতে অভিনয় করবেন নবাগত অভিনেতা পলাশ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। নির্মাতা জানান, প্রস্তুতিপর্ব শেষ করে পুরো ইউনিট নিয়ে গত শনিবার নেপালের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে ছবির গুরুত্বপূর্ণ অংশের দৃশ্যধারণ করা হবে। ‘শিকার’-এ অপু ও পলাশ ছাড়াও অভিনয় করছেন বড়দা মিঠু, ইমরান হাসো, রাশেদ মামুন অপুসহ আরও কয়েকজন শিল্পী। শুটিং শেষে ঈদের পর দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মটি মুক্তি দেওয়ার কথা রয়েছে। নির্মাতা কামরুজ্জামান রোমানের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অপু বিশ^াস। তিনি বলেন, “রোমান একজন মেধাবী নির্মাতা। গল্প ও নির্মাণ দুই ক্ষেত্রেই তাঁর আলাদা যতœ আছে। চরিত্র ও গল্প দুটোই আমার কাছে নতুন মনে হয়েছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।” ওয়েব ফিল্মের পাশাপাশি অপু বিশ^াস এখন সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। তিনি এরই মধ্যে কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ‘দুর্বার’ এবং বন্ধন বিশ^াসের ‘সিক্রেট’ সিনেমার শুটিং শুরু করেছেন। সব মিলিয়ে বড় পর্দা ও ওটিটি মিলিয়ে নতুন অধ্যায়ের পথে এগোচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button