বিনোদন

শাকিবের শিডিউল নেই রাফীর হাতে, অনিশ্চয়তায় ‘তুফান ২’

প্রবাহ বিনোদন: শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তুফান’ মুক্তি পায় ২০২৪ সালে। মুক্তির পর দেশ-বিদেশে ব্যাপক আলোচনা তৈরি করে ছবিটি। সেই সাফল্যের ধারাবাহিকতায় দর্শকদের মধ্যে স্বাভাবিকভাবেই ‘তুফান ২’ নিয়ে কৌতূহল তৈরি হয়। তবে নতুন তথ্য অনুযায়ী, এই সিক্যুেয়ল আদৌ হবে কি না, তা নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি একটি পডকাস্টে রায়হান রাফী জানান, ২০২৭ সালেই ‘তুফান ২’ মুক্তির পরিকল্পনা রয়েছে এবং চলতি বছরেই শুটিং শুরু করার ইচ্ছা আছে তাঁর। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা ও গুঞ্জন শুরু হয়। তবে সংশ্লিষ্ট সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, বাস্তবে ‘তুফান ২’ নিয়ে শাকিব খান ও রায়হান রাফীর মধ্যে এখনো কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি। সূত্রের দাবি, রাফীর বক্তব্যের সঙ্গে বর্তমান বাস্তবতার মিল নেই। শাকিব খান বর্তমানে যে প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতাদের সঙ্গে নতুন কাজ নিয়ে কথা বলছেন, সেই তালিকায় রায়হান রাফীর নাম নেই। শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ২০২৬ ও ২০২৭ সালের জন্য রায়হান রাফীকে কোনো শিডিউল দেননি এই তারকা। দেশের কয়েকজন নির্মাতার সঙ্গে নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা চললেও সেখানে রাফীর কোনো সম্পৃক্ততা নেই। ফলে আপাতত ‘তুফান ২’ বাস্তবায়নের সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। উল্লেখ্য, ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে শাকিব খান নিজেকে নতুন এক ধাঁচে উপস্থাপন করেন। সেই ছবির পর সামনে আরও কয়েকজন নতুন নির্মাতার সঙ্গে প্রি-প্রডাকশনে যুক্ত হওয়ার কথা শোনা যাচ্ছে। তবে সম্ভাব্য সেই কাজগুলোর মধ্যেও রায়হান রাফীর নাম নেই বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও বাস্তব প্রস্তুতি ও শিডিউলের অভাবে ‘তুফান ২’ এখনই আলোর মুখ দেখছে না বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button