জাতীয় সংবাদ

আমরা কারো লাল চোখকে ভয় করি না: জামায়াত আমির

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কারো লাল চোখকে ভয় করি না। আমরা কারো ওপর খবরদারি করতে চাই না। আবার আমাদের দেশের ওপর কেউ খবরদারি করুক, সেটাও সহ্য করব না। গতকাল শনিবারসকালে গাইবান্ধার পলাশবাড়ী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। উত্তরাঞ্চলের নদীগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে সুযোগ পেলে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। নদীর জীবন ফিরে এলে উত্তরাঞ্চলের মানুষের জীবনও ফিরে আসবে। তিনি বলেন, আমরা দুর্নীতি ও চাঁদাবাজদের রুখে দেব। একই সঙ্গে চাঁদাবাজদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা কাউকে ভাতা নয়, কাজ দেব। আপনাদেরও কাজ দেব। আপনাদের সম্পদে পরিণত করতে চাই। মানসম্মত স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এই মাটিকে আমরা ভালোবাসি। এ কারণেই শত জুলুমের পরও আমরা কোথাও চলে যাইনি। আল্লাহ সুযোগ দিলে আমরা আপনাদের সঙ্গে নিয়ে চলতে চাই। মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের ১০ দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। তবে এসব আসনের সবকটিতেই জামায়াত মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। জোটভুক্ত অন্য কোনো দলের প্রার্থী নেই। প্রতীক হস্তান্তরের সময় তিনি বলেন, এই পাঁচজনকে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। এই আমানত আপনারা আমাদের উপহার হিসেবে ফিরিয়ে দেবেন। ডা. শফিকুর রহমান বলেন, দেশ গড়ার কাজে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমানতালে অবদান রাখবে নারীরা। সে লক্ষ্যে ঘরে ও কর্মক্ষেত্রে তাদের শতভাগ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, নিজেদের জীবনের চাইতে মা-বোনদের সম্মান আমাদের কাছে দামি। আমাদের সমস্ত মেধা ও যোগ্যতা দিয়ে তাদের সম্মান-নিরাপত্তা নিশ্চিত করা হবে। তারা দেশ গড়ার কাজে সমান তালে যোগ্যতা ও প্রয়োজন মতো অবদান রাখবে। উদাহরণ টেনে তিনি বলেন, মহানবী (সা.) এর জামানায় তিনি যুদ্ধের ময়দানে নারীদের নিয়ে যেতেন যোদ্ধা হিসেবে। যুদ্ধের চেয়ে কঠিন কোনো কাজ নেই। যদি যুদ্ধের মতো কঠিন কাজে নবী নারীদের শামিল করতে পারেন, তবে রাষ্ট্রের সব কাজে নারীরা শরীক থাকবে ইনশাআল্লাহ। তাই আগামী নির্বাচনে জামায়াতকে ক্ষমতায় আনতে গাইবান্ধার পাঁচটি আসনে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি। গতকাল শনিবারসকালে জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের পীরগঞ্জ উপজেলার শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান বলেন, দেশের এক ইঞ্চি জমির সম্মানও আমরা কারও কাছে বন্ধক রাখব না। যেভাবে আবু সাঈদেরা বুক পেতে দিয়েছিলেন, সেভাবেই আমরাও বুক পেতে দিতে প্রস্তুত। আমরা কথা দিচ্ছি-জীবন যাবে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না। এ সময় তিনি শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। আবু সাঈদের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করে তিনি বলেন, আমরা আপনার সন্তানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। পরে গণমাধ্যমকে দেওয়া ব্রিফিংয়ে জামায়াত আমির বলেন, আবু সাঈদেরা জীবন দিয়ে দেশের আমানত আমাদের কাছে রেখে গেছেন। আমরাও জীবন দিয়ে এসব আমানত রক্ষা করব। তিনি বলেন, তাদের প্রত্যাশা ছিল একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত এবং ইনসাফভিত্তিক স্বাধীন বাংলাদেশ গড়া। আমাদের নিজস্ব কোনো স্বপ্ন নেই। তাদের স্বপ্নই আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে আমরা কাজ করব। ডা. শফিকুর রহমান আরও বলেন, কঠিন সংকটেও আমরা আপনাদের ছেড়ে যাইনি, পালাইনি। ভবিষ্যতেও পালাব না। পরিস্থিতি যাই হোক, আমরা আপনাদের সঙ্গেই থাকব। গতকাল শনিবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন জামায়াত আমির।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button