জাতীয় সংবাদ

পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত পাঠানোর তাগিদ ইসির

প্রবাহ রিপোর্ট : পোস্টাল ব্যালটে ভোট দিয়ে তা দ্রুত নিকটন্থ পোস্ট অফিসে জমা দিতে বলল নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে নির্ধারিত সময়ের পরে ব্যালট পৌঁছালে গণনা করা হবে না বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল শনিবারএক বিজ্ঞপ্তিতে এমন তাগাদা দিয়েছে ইসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল অ্যাপ এর মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিস/ডাক বাক্সে হলুদ খাম জমা দিন। রিটার্নিং অফিসারের কাছে ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার মধ্যে ব্যালট পৌঁছালেই শুধুমাত্র ভোট গণনায় সম্পৃক্ত হবে। দেশের ভেতরের তিন শ্রেণিল নাগরিক-সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা, এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সবমিলিয়ে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button