শিক্ষা-ট্রাফিক-নগর পরিকল্পনার কথা জানালেন তারেক রহমান

প্রবাহ রিপোর্ট : শিশুদের শিক্ষা, নগরের ট্রাফিক ব্যবস্থাপনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্রবাসীকল্যাণ ও নগর পরিকল্পনা নিয়ে বিএনপির আলাদা ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সরকার গঠন করা হলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং শিক্ষকদের আরও দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা হবে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমান বলেন, শিশুদের সঠিক শিক্ষা নিশ্চিত করতে হলে কেবল নতুন ভবন নির্মাণ নয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বাড়াতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক ও নৈতিক মূল্যবোধ শেখানোর ওপরও জোর দেন তিনি। পড়ালেখাকে শিশুদের কাছে আনন্দময় করে তুলতে শিক্ষা ব্যবস্থায় খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিকে যুক্ত করার কথাও জানান তারেক রহমান। মব জাস্টিস ও সামাজিক অবক্ষয়ের প্রসঙ্গে তিনি বলেন, ছোটবেলা থেকেই শিশুদের ন্যায়-অন্যায়, ভালো-মন্দের শিক্ষা দিতে পারলে ভবিষ্যতে এসব সমস্যা অনেকটাই কমে আসবে। সাইবার বুলিংয়ের ক্ষেত্রেও সচেতনতা ও মূল্যবোধের শিক্ষা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষক ও ভোক্তার মধ্যকার অযৌক্তিক মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ করতে হবে। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে পণ্যের দাম বাড়ে উল্লেখ করে এ খাতে সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকে একটি কাঠামোর মধ্যে আনতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। নগরের যানজট প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা কেন্দ্রিক উন্নয়ন ও কর্মসংস্থানের কারণে ট্রাফিক জ্যাম বাড়ছে। এ সমস্যা সমাধানে ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুবিধা থাকবে। গণপরিবহন ব্যবস্থায় মেট্রোরেলের পাশাপাশি মনোরেলের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। প্রবাসীদের বিষয়ে তারেক রহমান বলেন, দক্ষতা ছাড়া বিদেশে যাওয়ার কারণে অনেক তরুণ সমস্যায় পড়ছেন। ভবিষ্যতে প্রবাসে যাওয়ার আগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠালে প্রবাসীদের জন্য প্রণোদনার ব্যবস্থা করার কথাও জানান তিনি। উল্লেখ্য, বিএনপির উদ্যোগে আয়োজিত এই জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায় দেশব্যাপী প্রায় আড়াই হাজার প্রতিযোগী অংশ নেন। জনমত ও জুরি বোর্ডের মূল্যায়নে সেখান থেকে ১০ জন বিজয়ী নির্বাচিত হন।



