গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

প্রবাহ রিপোর্ট : ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা হাসান মোল্লা (৪২) মারা গেছেন। তিনি উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে রাজধানীর মগবাজারে অবস্থিত হলি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কেরানীগঞ্জ মডেল থানার ওসি এম সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার রাতে হাসান মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হলি ফ্যামেলি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বিকেলে তার মৃত্যু হয়। এর আগে, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে হযরতপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ঢালিকান্দী এলাকায় হাসান মোল্লাকে গুলি করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুইজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার তলপেটে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তখন তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান। ওসি এম সাইফুল আলম আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।



