স্থানীয় সংবাদ

বাংলাদেশ পাটকল ও শিল্পাঞ্চল পুনরুদ্ধার পর্ষদ গঠন

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পাটকল ও শিল্পাঞ্চল পুনরুদ্ধার পর্ষদ শুক্রবার ঢাকায় এক মত বিনিময় সভায় গঠিত হয়। আমিন জুট মিলের শ্রমিক আঃ খালেককে আহবায়ক, দৌলতপুর মিলের শ্রমিক নুর মোহাম্মদকে সিনিয়র সহ আহবায়ক ও হার্ডবোর্ড মিলের জহিরুল ইসলাম পান্নাকে যুগ্ম আহবায়ক, প্লাটিনাম মিলের নুরুল ইসলামকে সদস্য সচিব ও রাজশাহী জুট মিলের মোস্তাফিজুর রহমানকে সিনিয়র সদস্য সচিব, সদস্য জাকির হোসেন, জিল্লুর রহমান, সারাফিন সামস, সিরাজুল ইসলাম, মিলন, শহিদুল ইসলম। শ্রমিকদের বকেয়া পরিশোধসহ পূণরায় জুট মিলের চালুর দাবিতে এ কমিটি গঠন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button