স্থানীয় সংবাদ

বেগম জিয়া স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিন… টুকু

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন- স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম জিয়া ছিলেন গণতন্ত্রের মা। তিনি ছিলেন আপোসহীন নেত্রী। তিনি সারা জীবন দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তিনি আজ আমাদের মাঝে নেই। আজ তাঁর আত্মার শান্তি কামনায় প্রাথনা ও সনাতনী সমাবেশ। আমরা এই সমাবেশের মধ্যে দিয়ে তাঁর স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই। আমাদের প্রিয়নেতা জনাব তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। আর এই জন্য আমাদের জন্য আসছে বড় চ্যালেঞ্জ, আর তা হল আগামী জাতীয় সংসদ নিবাচন। এই নিবাচনে আমাদের ধানের শীষে ভোট দিতে হবে। নিবাচনে একটি গুপ্ত বাহিনী, যারা মহান মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না। যারা পাকিস্থানের দোষর। অপনারা সেই বাহিনীর বিপক্ষ্যে ভোট দিবেন। শনিবার (২৪ জানুয়ারি ) শনিবার বিকেলে ডুমুরিয়া স্বাধীনতা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত সনাতনী ঐক্যজোট ডুমুরিয়া উপজেলা শাখা আয়োজিত বেগম জিয়ার আত্মার শান্তি কামনা ও সনাতনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশিষ্ট শিল্পপতি প্রফুল্ল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নিবাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বিশেষ অতিথি বিএনপির জাতীয় নিবাহী অকিটির সদস্য নিপুন রায় চৌধুরী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা-৫ আসনের ধানের শীষের প্রাথী মোহাম্মদ আলি আসগার লবি ও খুলনা-২ এর প্রাথী মোঃ নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে নিত্যানন্দ মন্ডল ও সুদেব চন্দ্র মন্ডলের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন সনাতনী ঐক্যজোট নেতা সাগর সাধু ঠাকুর, ট্রাষ্টি নেতা সতেন্দ্রনাথ দত্ত, পরিতোষ কুমার বালা, তপন কুমার সাহা প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button