কোকোর মৃত্যু স্বাভাবিক নয়, এটি ছিল পরিকল্পিত হত্যাকা- : তুহিন

খবর বিজ্ঞপ্তি ঃ বিএনপি খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো কোনোদিন রাজনীতিবিদ ছিলেন না; তিনি ছিলেন একজন মেধাবী ও দূরদর্শী ক্রীড়া সংগঠক। বিতর্কিত ফখরুদ্দীন–মঈনউদ্দিন সমর্থিত ওয়া-–ইলেভেন সরকারের চরম নিপীড়ন ও অমানবিক নির্যাতনের ফলেই তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকালে খুলনা মোহামেডান স্পোর্টিং ক্লাব মিলনায়তনে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম তুহিন বলেন, অল্প সময়ের মধ্যেই ক্রীড়াঙ্গনে গঠনমূলক ও ইতিবাচক কর্মকা-ের মাধ্যমে আরাফাত রহমান কোকো নিজেকে স্মরণীয় করে রেখেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, ওয়ান–ইলেভেন সরকারের নির্মম নির্যাতনের শিকার হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থতার মধ্যেই তাঁর অকাল মৃত্যু হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকা-। তিনি আরও বলেন, আরাফাত রহমান কোকো সৃষ্টি হয়েছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণ সমাজকে সুস্থ ধারায় এগিয়ে নেওয়ার জন্য। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি এবং তাঁর আদর্শ অনুসরণ করে ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করছি। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক শাহ আসিফ হোসেন রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন। এ সময় আরও উপস্থিত ছিলেন মো. তরিকুল ইসলাম, মোস্তফা আলম, বাবুল হোসেন বাবলা, আব্দুর রহিম, সামিউল নেওয়াজ, সাইফউদ্দিন আহমেদ হিমু, শাহ আলম বাদল, চৌধুরী ইমরোজ, মো. বেল্লাল, এজাজ, মানিকসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও খেলোয়াড়রা। আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



