স্থানীয় সংবাদ
যশোরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

যশোর ব্যুরো ঃ যশোরে পারিবারিক কলহের জেরে বিষপানে সম্পা খাতুন (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার ২৪ জানুয়ারী দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সম্পা খাতুন,রামনগর ইউনিয়নের রামনগর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে,শুক্রবার সকাল ৮টার দিকে পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে স্বামীর ওপর অভিমান করে নিজ বাড়িতে অবস্থানকালে সম্পা খাতুন বিষপান করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।



