স্থানীয় সংবাদ

সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরি করতে হবে : মাওলানা আবুল কালাম আজাদ

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, সোনার বাংলা গড়তে হলে সবার আগে সোনার মানুষ তৈরি করতে হবে। সোনার বাংলা গড়তে আমরা যে স্বপ্ন দেখি, তা বাস্তবায়ন করতে হলে সবার আগে সোনার মানুষ তৈরির কারখানা তৈরি করতে হবে। আদর্শবান ও নৈতিকতাসম্পন্ন মানুষ ছাড়া একটি উন্নত রাষ্ট্র গঠন করা অসম্ভব। শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩ টায় কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী তৈবুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিস কয়রা উপজেলা সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল আহমেদ, যুব বিভাগের সভাপতি মুফতি আলমগীর হোসেন, কয়রা উপজেলা জামায়াত আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী মাওলানা সুজা উদ্দীন আহমেদ, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button