সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে হবে

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর দশ দলীয় জোট প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন
দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোটরসাইকেল বহরে উঠান বৈঠক, পথ সভা, গণসংযোগ, সমাবেশ ও মিছিলে জামায়াতে ইসলামীর ১০ দলীয় দেয়াল ঘড়ি প্রতীকের খেলাফত মজলিশ মনোমীত প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন বলেছেন দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠন এবং ন্যায়, ইনসাফ, উন্নয়ন ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেবলমাত্র কোরআনের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই কোরআনের বিধিনিষেধ মেনে চলা লোকদের ভোট প্রদানের মাধ্যমেই উল্লেখিত কোরআনের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি গতকাল শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে সারাদিনব্যাপী দিঘলিয়া উপজেলার সেনহাটি, বারাকপুর ও দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত বিভিন্ন গ্রাম ও বাজারে পথ সভা, উঠোন বৈঠক, গণ সংযোগ, সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন বিগত বছরগুলোতে দেশের মানুষের গণতন্ত্র, বাক স্বাধীনতা ও ভোটের অধিকার হরণ করা হয়েছিল। খুন, গুম, জুলুম-নির্যাতন, লুটপাট, দুর্নীতি স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করেছিল। দেশ প্রেমিক ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই ফ্যাসীবাদীদের উৎখাত করতে সক্ষম হয়েছে। সেই বিপ্লবীদের চাওয়া পাওয়াকে বুকে ধারণ করে মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। গড়ে তুলতে হবে কুরআনের সমাজ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। দিনভর উপজেলার গুরুত্বপূর্ণ পাড়া-মহল্লায় অনুষ্ঠিত এ সকল বৈঠকে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি জনগণের নিকট দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাজিমউদ্দীন, খুলনা-৪ আসনের(রূপসা, তেরোখাদা ও দিঘলিয়া) সংসদ সদস্য দেয়াল ঘড়ি প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ হাবিবউল্লাহ ইমন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসুল, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অফিস সেক্রেটারি মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, সেক্রেটারি তাসলিম হাসান টুটুল, শুরা সদস্য মাওলানা আঃ রহিম, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, সেক্রেটারি মোঃ বদিউজ্জামাল আজাদ, বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শওকাত আকবর মোড়ল, সেমহাটি ইউনিয়ন আমীর মোল্লা শফিকুল ইসলাম, হাফেজ মোঃ সাইফুল ইসলাম, মোঃ মুরাদুর রহমান, শেখ আহসানুল হক হিরো। আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।



