স্থানীয় সংবাদ

রূপসায় র‌্যাবের অভিযানে জোড়া খুনের আসামি ২ সন্ত্রাসী আটক

রূপসা প্রতিনিধি: রূপসায় র‌্যাবের অভিযানে খুলনার জোড়া খুনের আসামি দুই সন্ত্রাসী আটক। শনিবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নে আলোচিত জোড়া খুনের আসামি গ্রেপ্তার করতে গেলে র‌্যাব সদস্যদের দেশীয় অস্ত্র দিয়ে ভীতি প্রদর্শন করে। এ সময় র‌্যাব পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ফায়ার করে। এরপর দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, আইচগাতির বাসিন্দা ইমরান মুন্সির ছেলে মোঃ রেজাউল মুন্সী হৃদয় ও একই এলাকার বাসিন্দা সাহাবুদ্দিন শেখের ছেলে মোঃ আলিফ হোসেন নয়ন। স্থানীয়রা জানায়, আদালত চত্বরের প্রবেশ মুখে দুই খুনের দুই আসামি আইচগাতি ইউনিয়ন সেনেরবাজার এলাকার বাসিন্দা পলাশের বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে তারা সেখানে অভিযান চালায়। ঘটনাস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দেশি তৈরি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চেষ্টা চালায়। র‌্যাবও আত্মরক্ষার জন্য ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে পুলিশের সহায়তায় ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।র‌্যাবের মেজর মোঃ নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সেনেরবাজার এলাকার পলাশের বাড়িতে কয়েকজন সন্ত্রাসী কার্যকালাপ করার জন্য অবস্থান নিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সন্ত্রাসীরা আমাদের দেখতে পেয়ে আক্রমণ করতে আসলে আমারা ফাঁকা গুলি করি। গ্রেপ্তার এড়াতে ঘরের টিন খুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।তিনি আরও জনান, দুই খুনের সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে হৃদয় ও নয়নের অবস্থান নিশ্চিত করা গেছে। গুলি করার পর তারা দুইজন রাজন ও রাব্বিকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা ট্যাবলেট, একটি খেলনা পিস্তল ও দেশি তৈরি কুড়াল উদ্ধার করা হয়। এর আগে র‌্যাব গত ১৭ ডিসেম্বর আদালত মুখে আলোচিত জোড়া খুনের অন্যতম আসামি মো. ইজাজুল হোসেনকে গ্রেপ্তার করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button