বিনোদন

সম্মাননা পেলেন মনির খান

প্রবাহ বিনোদন : জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বর্ষবরণ। আলোচনা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাজানো ছিলো বর্ণাঢ্য এই আসর। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। বর্ষবরণের এই আসরে সংগঠনকে শুভেচ্ছা জানাতে মিলনায়তনে উপস্থিত হন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, কবি এবিএম সোহেল রশিদ চৌধুরী, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ, কবি ও কথাসাহিত্যিক জমির উদ্দিন মিলন। সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের মধ্যে সংগঠনকে শুভেচ্ছা জানাতে আসেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান, বেলাল খান, কানিজ সুবর্ণা, চিত্রনায়ক জয় চৌধুরী প্রমুখ। রুবিনা আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা প্রদান করেন মোস্তফা মতিহার। সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে সংগীত শিল্পী মনির খান, বেলাল খান এবং নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগকে অনুরাগ বর্ষবরণ সম্মাননা ২০২৬ প্রদান করা হয়। আলোচনা ও সম্মাননা প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য তারকা শিল্পীদের পাশাপাশি নৃত্য ও সংগীত পরিবেশন করেন প্রতিশ্রুতিশীল শিল্পীরা। নৃত্যের তালে তালে আর সুরের মূর্চ্ছনায় মাঘের শীতেও উষ্ণতা বয়ে যায় মিলনায়তনে আগত সংস্কৃতি অনুরাগীদের মাঝে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button