জাতীয় সংবাদ
নির্বাচনের দিন ও আগে যেকোনো সহিংসতার দায় আওয়ামী লীগকে নিতে হবে: অন্তর্বর্তী সরকার

প্রবাহ রিপোর্ট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে ও নির্বাচনের দিন যেকোনো ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকা-ের দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলকেই বহন করতে হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। এতে বলা হয়, নির্বাচন বানচাল করতে সহিংসতা, নাশকতা বা ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। নির্বাচনের পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেও জানানো হয়।



