জাতীয় সংবাদ

ভোটের মাঠে ৫১ দল, দুই হাজার প্রার্থী ও ৯ লাখ নিরাপত্তা সদস্য

কূটনীতিকদের জানালেন ইসি সানাউল্লাহ

প্রবাহ রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৯ লাখ ৪৩ হাজার ৫০ জন নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। একই সঙ্গে, নির্বাচনে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। গতকাল রোববার ঢাকার হোটেল ওয়েস্টিনে বিদেশি কূটনীতিক ও মিশন প্রধানদের নির্বাচনী প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে ইসি সানাউল্লাহ জানান, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থীর সংখ্যা এক হাজার ৯৯৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ২৫৬ জন। নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে তিনি বলেন, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন এবং প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। নির্বাচন পরিচালনার জন্য বিশাল এক কর্মীবাহিনীর তথ্য তুলে ধরে এই নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রয়েছে- রিটার্নিং কর্মকর্তা ৬৯ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯৮ জন, প্রিজাইডিং অফিসার ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন, পোলিং অফিসার ৪ লাখ ৯৫ হাজার ৭৬৪ জন এবং পোস্টাল ভোটের কার্যক্রম পরিচালনার জন্য আরও ১৫ হাজার কর্মকর্তা নিয়োজিত থাকবেন। ইসি সানাউল্লাহ জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৪৩ হাজার ৫০ জন সদস্য মাঠে থাকবেন। পরিসংখ্যান উপস্থাপনের পর তিনি উপস্থিত কূটনীতিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনের কারিগরি ও প্রশাসনিক সক্ষমতা সম্পর্কে তাদের আশ^স্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button