স্থানীয় সংবাদ

খুলনার উন্নয়ন ও ভোটাধিকার রক্ষায় ১২ ফেব্রুয়ারি সতর্ক থাকার আহ্বান- রকিবুল ইসলাম বকুল

স্টাফ রিপোর্টার ঃ জনগণের ভোটাধিকার রক্ষায় , আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি স্থানীয় ভোটার ও দলীয় নেতা কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এবং খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। তিনি মন্তব্য করেন, বিগত দিনের মতো আর কাউকে জনগণের পবিত্র আমানত ‘ভোটের অধিকার’ কেড়ে নিতে দেওয়া হবে না। সম্প্রতি খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় আয়োজিত ধারাবাহিক পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। রবিবার (২৫ জানুয়ারি) খানজাহান আলী থানাধীন যোগীপোল ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল । এসময় বকুল বলেন, “১২ ফেব্রুয়ারি আমাদের জন্য এক অগ্নিপরীক্ষা। এই দিনে যেন কোনো অশুভ শক্তি বা স্বার্থান্বেষী মহল সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করতে না পারে, সেজন্য পাড়ায় পাড়ায় অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থাকতে হবে। দেশের মানুষ দীর্ঘকাল ধরে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল, এবার সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে।”খুলনার সামগ্রিক উন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, খুলনা মূলত একটি ঐতিহ্যবাহী শিল্প ও বাণিজ্যিক শহর। এই শহরের সমৃদ্ধি নির্ভর করে এখানকার স্থিতিশীল পরিবেশের ওপর। খুলনার সর্বস্তরের মানুষ আজ নিরাপত্তাহীনতা ও অস্থিরতা থেকে মুক্তি চায়। তারা একটি স্বাভাবিক এবং নিরাপদ পরিবেশে বসবাস করতে চায় যেখানে ব্যবসায়ীরা নির্ভয়ে বিনিয়োগ করতে পারবেন এবং সাধারণ মানুষ তাদের জীবিকা নির্বাহ করতে পারবেন। বকুল তার বক্তব্যে খুলনার ঝিমিয়ে পড়া ব্যবসা বাণিজ্যে গতি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে বলেন, শহর নিরাপদ থাকলে ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে। শিল্পাঞ্চল হিসেবে পরিচিত খুলনার খালিশপুর, দৌলতপুর ও খাঁনজাহান আলী থানার শ্রমিক ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আমাদের মূল লক্ষ্য হবে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। আমরা এমন এক খুলনা গড়তে চাই যেখানে কেউ কারো অধিকার হরণ করবে না এবং আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মীর কায়ছেদ আলী। ৮নং ওয়ার্ড নির্বাচন কমিটির আহবায়ক মোসাদ্দেক আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। এছাড়া আরো উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ তৈয়বুর রহমান, ইমাম হাফেজ মাওলানা মফিজুর রহমান, ৯নং ওয়ার্ডের সদস্য সচিব মোঃ মাহবুব শেখ, ৮ নং ওয়ার্ডের সদস্য সচিব মোজাফর হোসেন সহ থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত দোয়া মাহফিল ও এই পথসভাগুলোতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এসময় তারা ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলেন এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কেন্দ্র পাহারা দিয়ে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button