স্থানীয় সংবাদ

দৌলতপুরে পার্টনার প্রশিক্ষকদের প্রশিক্ষণ সমাপনী ও মাঠ দিবস

স্টাফ রিপোর্টার : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার ও কর্মীদের জন্য জিএপি, আইপিএম,আইসিএম ও আইপিএনএস এর উপর মৌসুমব্যাপী টিওটি (প্রশিক্ষকদের প্রশিক্ষণ) সমাপনী ও মাঠ দিবস অনুষ্ঠান রবিবার সাড়ে ১১টায় পার্টনা প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে দৌলতপুর মেট্রোপলিটন কৃষি অফিসের ডিএই অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ডি এ ই খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন পার্টনা প্রকল্পের অতিরিক্ত প্রোগ্রাম পরিচালক ঢাকা খামারবাড়ি ড: গৌর গোবিন্দ দাস। সম্মানিত অতিথি দৌলতপুর এটিআই’র প্রাক্তন অধ্যক্ষ কৃষিবিদ এস এম ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন খুলনা খামারবাড়ি ডিএই উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম,দৌলতপুর উদ্যানতত্ত্ব কেন্দ্রের উপ-পরিচালক ও পার্টনা’র কোচ কোডিনেটর সঞ্জয় কুমার দাস,খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর এনামুল কবির তুষার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ মোসাদ্দেক হোসেন, ডিএই ফরিদপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ হাফিজ হাসান,দৌলতপুর মেট্রোপলিটন কৃষি অফিসার কৃষিবিদ শামীম আরা নিপা সহ মাঠ দিবসে কৃষক কৃষানীগণ বিভিন্ন কৃষি দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির আলোচনায় অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম বলেন,প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য হলো অত্যন্ত গুরুত্ব দিতে হবে। ৬০ দিন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের ৪০ জন উপ-সহকারী কৃষি অফিসারগণ প্রশিক্ষণে অংশ নিয়ে ছিলেন। প্রশিক্ষণ শেষে মাঠে গিয়ে এই পরামর্শ কাজে লাগিয়ে কৃষকদের কৃষিকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা সকলে একটা জিনিস লক্ষ্য করবেন,সেটি হল সরকারের কৃষি বিভাগের সুযোগ-সুবিধা যেন একজন কৃষকই না পায়। একটি ব্লকে প্রায় ১১ শত কৃষক থাকেন। তারা যেন ঘুরে ঘুরে সবাই সরকারের রাজস্ব প্রকল্প,পার্টনা সহ সকল প্রণোদনা ও কৃষি পরামর্শ গ্রহণ করতে পারেন। প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলে কাজ হবে না। সেটিকে মাঠে প্রয়োগ করতে হবে। আর এর মাধ্যম হলো একজন প্রকৃত কৃষক। পার্টনা প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত উপ-সহকারী কৃষি অফিসারদের ট্রেনিং হলো অভিজ্ঞতা অর্জন,প্রযুক্তি সমন্ধে জানা ও সিড়িবেয়ে উপরে ওঠার মাধ্যম।এই প্রশিক্ষণের দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি একজন অভিজ্ঞ উপ সহকারী কৃষি কর্মকর্তা হবেন। পরিশেষে অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি অফিসারদের মধ্যে কৃষি নিয়ে বিতর্ক প্রতিযোগিতা, ক্রিকেট, ফুটবল, কেরাম ও লুডু খেলা সহ বিভিন্ন কালচারাল অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ম্যাডেল ও ক্রেস্ট তুলে দেন। প্রশিক্ষনার্থী কৃষি উপ-সহকারীদের সার্টিফিকেট দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button