স্থানীয় সংবাদ

বাগেরহাটে এবার বাথরুম থেকে নারী গলাকাটা মৃতদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার বসতঘরের বাথরুম থেকে রবিবার দুপুরে গলাকাটা অবস্থায় মুসলিমা খাতুন সীমা (২৮) নামের একজন গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, অসুস্থতাজনিত কারনে ব্যবহারিক বটি দিয়ে নিজে গলা কেটে সে আত্মহত্যা করতে পারে। এর আগেও কয়েকবার সে আত্মহত্যার চেষ্টা করেছে। নিহত মুসলিমা খাতুন সীমা যাত্রাপুর উত্তর পাড়া এলাকার শেখ আসাদের স্ত্রী। স্থানীয়রা জানায়, স্বামী শেখ আসাদ যাত্রাপুর বাজারে দোকানদারী করে। শ^শুর-শ^াশুড়ী দেবর ও ৮ বছরের মেয়ে সন্তান নিয়ে মুসলিমা খাতুন বসবাস করত। রবিবার দুপুরে সে রান্না করতে যান। কিছু সময় পর মুসলিমা বাথরুমে যায়। অনেক সময় পার হলেও সে আর বাথরুম থেকে বের না হওয়া শ^শুর মুনছুর শেখ বাথরুমের উপর থেকে দেখে সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে ডাক-চিৎকার দিয়ে লোকজন জড়ো করে দরজা ভেঙ্গে মুসলিমাকে উদ্ধার করা হলেও সে মারা যায়। খবর পেয়ে পরে থানা পুলিশ গিয়ে লাশের সুরতহাল করাসহ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রের করে। এ ঘটনা আইনগত প্রক্রিয়া চলমান বলে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাসুম জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button