স্থানীয় সংবাদ

বিএনপি ক্ষমতায় আসলে আগামীর রাষ্ট্র হবে গণমানুষের কল্যাণে- আজিজুল বারী হেলাল

রূপসা প্রতিনিধি : খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে এবং সারাদেশে বিএনপির প্রতি মানুষের ব্যাপক সাড়া মিলছে। বিএনপি ক্ষমতায় আসলে আগামীর রাষ্ট্র হবে গণমানুষের কল্যাণে।তিনি বলেন, আমাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমান সিলেট, চট্টগ্রাম অঞ্চল সফর করেছেন। তার প্রতি মানুষের যে ভালোবাসা ও সমর্থন আপনারা সেগুলো মিডিয়ার মাধ্যমে দেখতেছেন। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে মানুষের সঙ্গে কাজ করে আসছি। আমি গতকাল আমার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি যেখানে শুধু আপনাদের চাওয়া-পাওয়ার প্রতিফলন নয়, রয়েছে আমার পরিকল্পনা ও বিএনপির রাষ্ট্রচিন্তার সুস্পষ্ট রূপরেখা। ফ্যামিলি কার্ড ও সামাজিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, একটি দল বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা স্পষ্টভাবে বলেছি পূর্বের সকল সরকারি সুবিধা বহাল থাকবে। পাশাপাশি নতুনভাবে চালু করা হবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্যকার্ড। বিএনপি সরকার গঠন করলে এসব কর্মসূচি বাস্তবায়নে আমি কাজ করতে পারব। বিএনপি সবসময় গণমানুষের কথা ভাবে। আমরা স্পষ্ট করে বলছি পুরোনো জরাজীর্ণ ব্যবস্থাকে ছুড়ে ফেলে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্প নিয়েছি। ২৬ জানুয়ারি (সোমবার) দিনব্যাপী রূপসা ও তেরোখাদা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। দিনের কর্মসূচির শুরুতে তিনি আইচগাতী ইউনিয়নের প্রধান নির্বাচনী কার্যালয়ে রূপসা, তেরোখাদা ও দিঘলিয়া এলাকার নির্বাচনী এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরে দুপুর ২টায় আইচগাতী উত্তরপাড়ায় নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন। বিকেলে তেরোখাদা উপজেলার ছাগলাদাহ বাজারে গণসংযোগ করেন এবং পরবর্তীতে আড়াকান্দি ও কুশলায় গ্রামে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু ও মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ আব্দুর রশিদ, তেরোখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান, আরিফুর রহমান আরিফ, এম এ সালাম, ফখরুল ইসলাম বুলু চৌধুরী, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল, মাহাবুর রহমান, এমদাদ, মোল্লা হুমায়ুন কবির, লিটন মোল্লা, সোহাগ মুন্সি, শামিম আহমেদ রমিজ, সাব্বির আহমেদ টগর, ভূট্টসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button