জাতীয় সংবাদ

১১ দলীয় জোটের প্রার্থী আরিফুলের ওপর হামলার নিন্দা এনসিপির

প্রবাহ রিপোর্ট : ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল সোমবার দুপুরে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল সোমবার সকালে রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় একটি এতিমখানা পরিদর্শন ও গণসংযোগ চলাকালে স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল যুবক এই হামলা চালায়। এতে জোটের অন্তত দুই জন কর্মী গুরুতর আহত হন। এনসিপির অভিযোগ, সেখানে বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের নেতাকর্মীরা নিয়মিত বিভিন্নভাবে জোটের কর্মীদের নির্বাচনি প্রচারণার সময় বাধা দিয়ে আসছে। গত দুই দিনে বিএনপির নেতাকর্মীরা আবদুল্লাহপুরে একজন জামায়াতকর্মীর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। খিলক্ষেত বরুয়া এলাকায় নির্বাচনি অফিস উদ্বোধনের সময় মব সৃষ্টি করে বাধা, তুরাগের বামনারটেকে নির্বাচনি কার্যালয়ের ব্যানার ছিঁড়ে ফেলা, নিকুঞ্জতে নানাভাবে মহিলা জামায়াত কর্মীদের হুমকি দেওয়াসহ নির্বাচনি কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে এসএম জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেন। অথচ তার পরদিনই এই ন্যাক্কারজনক হামলা সংঘটিত হলো। এনসিপির অভিযোগ ৫ আগস্ট থেকে অবাধ্য দলীয় কোন্দল, চাঁদাবাজি ও সম্পত্তি দখলকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের হাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, দলীয় কর্মী, সাধারণ মানুষ ও ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনা ঘটছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলটির সন্ত্রাসীদের দ্বারা একজন এমপি প্রার্থীর ওপর এমন ন্যাক্কারজনক হামলায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে জনমনে গভীর উদ্বেগ ও আশঙ্কা তৈরি হয়েছে। এনসিপি মনে করে, নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বিতাকে সহিংসতায় রূপ দেওয়া গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য মারাত্মক হুমকি। হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button