দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, মারা গেলেন ৩ জনই

প্রবাহ রিপোর্ট : গাজীপুরে এক মা তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এবং কেন তিনি এ ঘটনা ঘটিয়েছেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গতকাল সোমবার বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের নয়নপাড়া এলাকার রেল ক্রসিংয়ে ঘটনা ঘটে। নিহত হাফেজা খাতুন মালা (২৫) গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ সোম (সোম নতুন বাজার) এলাকার মোজাম্মেল হকের মেয়ে। সঙ্গে থাকা দুই শিশু হাফেজা খাতুন মালার সন্তান বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে শিশুদের নাম জানা যায়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) পূবাইল থানার ওসি আতিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে হাফেজা খাতুন মালা পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়নেপাড়া এলাকার রেললাইনের ওপরে তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় চলন্ত ট্রেনের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তিনটি লাশ উদ্ধার করেছে। দুই সন্তান নিয়ে হাফেজা খাতুন মালা ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে এবং কেন তিনি এ ঘটনা ঘটিয়েছেন তা এখনও জানা যায়নি।



