নবায়নযোগ্য জ্বালানীর দাবিতে সনাকসহ ৬টি সংগঠনের ব্যানারে খুলনায় মানববন্ধন ও সভা

স্টাফ রিপোর্টারঃ নবায়নযোগ্য জ্বালানীর দাবিতে সনাকসহ ৬টি সংগঠনের ব্যানারে সোমবার বিকেলে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরীর সামনে মানববন্ধন ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সনাক খুলনার সভাপতি রমা রহমান, অতিথি ছিলেন নাগরিক নেতা অধ্যাপক আনোয়ারুল কাদির, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সনাক সহ-সভাপতি রিনা পারভীন, ক্লিনের রিচার্সম্যান এসএ রহমান প্রমূখ। সভায় উপাস্থাপন করেন সনাকের আব্দুল্লাহ আল মামুন। সভায় বক্তারা বলেন, বিদ্যুৎ সেক্টরকে দুর্নীতিমুক্ত ও দায়বদ্ধ প্রতিষ্ঠানে রূপ দিতে নবায়নযোগ্য জ্বালানীতে রূপান্তর করতে হবে। সূর্যের আলো, বাতাস ও নদীর পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এ তিনটি সেক্টর অফুরন্ত। উৎপাদনে ব্যয় কম। পরিবেশ বান্ধব। যত দ্রুত এ সেক্টরকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তির করতে পারবে ততই দেশের জন্য ভাল। সরকারকে একটি পক্ষ লাভের আশায় কুইক প্লান্ট করে কুইক দুর্নীতি করে হাজার কোটি টাকা লোপাট করেছে।



