দখলবাজি-গু-ামির রাজনীতির বিরুদ্ধে মামুনুল হকের হুঁশিয়ারি

প্রবাহ রিপোর্টঃ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দল সমর্থিত ঢাকা-১৩ আসনের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মামুনুল হক বলেছেন, সরকারি খাস জমি দখল করে ভূমিদস্যুরা ভোগ করবে, শিশু-কিশোররা খেলার মাঠ পাবে না— এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই দখল বাণিজ্য চলতে দেওয়া হবে না। দখলবাজি ও গু-ামির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে দ্বিতীয় দিনের মতো ‘জাগরণী পদযাত্রা’য় তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে একাধিক পথসভা অনুষ্ঠিত হয়।মামুনুল হক বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি বলতে চাই— শহীদদের প্রতি যদি ন্যূনতম ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থাকে, তবে মন থেকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকুন। ওপরে ওপরে ‘হ্যাঁ’ ভোটের কথা বলবেন, আর ভেতরে ভেতরে ‘না’ ভোটের প্রচার করবেন, এ ধরনের মুনাফিকির রাজনীতি আর চলবে না।রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক আরও বলেন, আপনারা আপনাদের দলগুলো রিফরমেশন করুন। যারা মানুষকে ভয় দেখিয়ে ও জিম্মি করে রাজনীতি করে— সেসব চাঁদাবাজ ও মাস্তানদের বাদ দিয়ে শিক্ষিত, ভদ্র ও নীতিবান মানুষদের নেতৃত্বে নিয়ে আসুন। জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্ম স্পষ্ট বার্তা দিয়েছে— এই দেশে আর গুন্ডামির রাজনীতি চলবে না।পদযাত্রাটি মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বসিলা, মেট্রো হাউজিং, ধানমন্ডি, ওয়েস্ট ধানমন্ডি, বসিলা সিটি ডেভেলপার্স, বসিলা গার্ডেন সিটি, নবীনগর হাউজিং, চন্দ্রিমা উদ্যান ও সাত মসজিদ হাউজিং প্রদক্ষিণ করে।দীর্ঘ সাড়ে তিন ঘণ্টাব্যাপী পদযাত্রা শেষে ঢাকা উদ্যানে এসে কর্মসূচি সমাপ্ত হয়। এ সময় আগামী ২৮ জানুয়ারি সকাল ১০টায় তৃতীয় দিনের ‘জাগরণী পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেন মামুনুল হক।



