ওয়ারেন্টভুক্ত আসামি কামাল এক মামলায় জামিন পেলেও আবারো গ্রেফতার হচ্ছে?

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের চিহিৃত প্রতারক কামাল প্রধানের বিরুদ্ধে আরো দুটি ওয়ারেন্ট রয়েছে কিন্তু পুলিশের গাফিলতির কারণে শোন এরেস্ট দেখাতে পারেনি। যার ফলে শোন এরেস্টের আগেই ২৬ জানুয়ারি গ্রেফতারকৃত মামলায় জামিন পেয়েছে। এতে করে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, গত ২৪ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জালকুড়ি এলাকা থেকে ২২ মামলার আসামি কামাল প্রধান কে গ্রেফতার করে। ৫২২/২৫ সিআর মামলায় বন্দর থানা পুলিশ আসামিকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেন ২৫ জানুয়ারি। আইনি ফাঁক ফোকরে জামিন পেয়ে যায় শীর্ষ অপরাধী। কিন্তু আরেক থানায় প্রতারনা মামলার আরো দুটি ওয়ারেন্ট ছিলো। পুলিশ শোন এরেস্ট দেখাবে বলে প্রস্তুতি নিচ্ছিলো। কিন্তু সময় ক্ষেপণ করার কারণে মামলা দুটির ওয়ারেন্ট দেখাতে পারেনি। তার আগেই জামিন হয়ে যায় বলে জানা গেছে। ওয়ারেন্টভুক্ত মামলার বাদী পক্ষ গতকাল থেকে পুলিশ কে দ্রুত আটক দেখানোর অনুরোধ করেও ফল পায়নি। ওয়ারেন্টভুক্ত মামলার ধারা ৪০৬/৪২০/৫০৬/৩৪ দন্ডবিধি। বিভিন্ন অভিযোগে অভিযুক্ত সাইবার অপরাধী কামাল প্রধানকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাজার রোড, বন্দরের নবীগঞ্জ বাগবাড়ি, ফতুল্লার চানমারি নতুন কোর্ট এলাকায় নিয়মিত দেখা যায় অথচ পুলিশ খুঁজে পায় না বলে অভিযোগ রয়েছে। কামালের রয়েছে একটি সন্ত্রাসী বাহিনী ও প্রতারকচক্র সিন্ডিকেট। যার মাধ্যমে নানান জনকে সর্বশান্ত করে দিচ্ছে। পরিশেষে ওয়ারেন্টভুক্ত মামলার বাদী পক্ষ কে পুলিশ আশ্বস্ত করে বলেন, কামাল প্রধান যেখানেই থাকুক না কেন দ্রুতই গ্রেফতার করা হবে।



