স্থানীয় সংবাদ

খুলনাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই: মঞ্জু

# খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু’র নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ #

স্টাফ রিপোর্টার ঃ
খুলনা-২ আসনে বিএনপি’র প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এবারের নির্বাচন নানা কারণে গুরুত্বপুর্ণ। জুলাই অভ্যূত্থানের পরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ নতুন যাত্রা শুরু করল এবং সেটি হচ্ছে এবারের নির্বাচনটায় মানুষের প্রত্যাশা অনেক। একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই আমরা কাজ করব। দেশের মানুষের জন্য আমরা অনেক কাজ করব। আমাদের চেয়ারম্যান তারেক রহমান একটি প্ল্যান দিয়েছেন, যাতে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাস্ট্র হিসেবে গড়ে তোলা যায়। খুলনাকেও একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই। সুন্দর খুলনা, সুন্দর পরিবেশ ও শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে চাই। তরুণ সমাজকে চাকরির নিশ্চয়তাসহ তাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে। নগরীর বস্তির উন্নয়নে কাজ করা হবে। এই শহরকে আমরা দূর্ণীতি, মাদক ও সন্ত্রাস মুক্ত করতে চাই। এছাড়াও কৃষক, শ্রমিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের জন্য চেয়ারম্যান তারেক রহমান কর্মসূচি দিয়েছে। তাছাড়া শিক্ষা ও আমাদের শহরের স্বাস্থ্য বিষয়ে যে ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গ্রীনল্যান্ড বস্তি ও ৭নম্বর ঘাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, সন্ত্রাস ও মাদক মুক্ত খুলনা গড়ার লক্ষে সকলকে এক সাথে কাজ করতে হবে। সমাজ থেকে দুর্ণীতি উপড়ে ফেলতে হবে। সকল শ্রেণিপেশার মানুষের সাথে নিয়ে ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে যেতে হবে। আপনারা সকলে ধানের শীষে ভোট দিবেন এবং অন্যকে ভোট দেয়ার আহবান জানাবেন। গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, শের আলম সান্টু, আল জামাল ভূঁইয়া, মারুফ আল রশিদ, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, আবু সাঈদ শেখ, শফিকুল ইসলাম শফি, নূর ইসলাম, সিদ্দিকুর রহমান, খায়রুল ইসলাম লাল, শামীম খান, আবু বক্কার, আলমগীর হোসেন আলম, আলমগীর ব্যাপারী, কামাল উদ্দিন, জামাল মোড়ল, সাব্বির হোসেন, রফিকুল ইসলাম, শেখ নজরুল ইসলাম, কামাল হোসেন, মিজানুর রহমান মিজান, ইলিয়াস হোসেন, আক্তার হোসেন বিপু, রুহুল আমিন সুমন, আল মামুন রাজা, রবিউল ইসলাম, আরিফুল ইসলাম, আব্দুল জব্বার, মিজান শিকদার, মিজান মতিউর, কাজী আমিনুল ইসলাম, মনির হোসেন, জামাল খান, মিজান সরদার, রাজু হাওলাদার, লিটন হাওলাদার, আব্দুর রহিম, জাকির হোসেন, সবুজ, মিঠু, আহাদ হোসেন, রিপন, জুম্মানসহ বিএনপি থানা, ওয়ার্ড, অঙ্গদলের নেতৃবৃন্দ ও এলাকার সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
খুলনা-২ আসনে বিএনপি’র প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বাদ আসর শিববাড়ি মোড় থেকে সোনাডাঙ্গা থানা এলাকায় এবং বাদ মাগরিব শান্তিধাম মোড় থেকে ফেরিঘাট মোড় এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, ইফতেকার রহমান বাবু, নাসির খান, মহিউদ্দিন টারজান, জাহাঙ্গীর হোসেন, সৈয়দ বোরহান, মনিরুল ইসলাম মাসুম, জামাল মোড়ল, মাসুদ খান বাদল, নাহিদ মোড়ল, গোলাম নবী ডালু, হাসনা হেনা, ডা. এনামুল কবির, মোহাম্মদ আলী, নাসির উদ্দিন, মোস্তাফিজুর রহমান মিলন, আবুল কাশেম, মোল্লা আলী আহমেদ, সাইফুল বকসি, মোল্লা রাজু আহমেদ, মনির হোসেন, মফিজুর রহমান, এড. শহিদুল ইসলাম, সুলতান মাহমুদ সুমন, রফিকুল ইসলাম, ওহেদুজ্জামান শিমুল, গিয়াস উদ্দিন, শাহনাজ, আতিকুর রহমান, মুন্নি জামান, মুরাদ হাওলাদার, হারুন হাওলাদার, রাজু আহমেদ রাজ, জুয়েল হোসেন, আতিকুর রহমান লিটন, শেখ হাসমত, বৃষ্টি আক্তার প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button