বিনোদন

কষ্ট একটাই আমি ঢাকা-৮ এর ভোটার : শবনম ফারিয়া

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ে এখন কিছুটা অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। সমসাময়িক বিভিন্ন ইস্যুর মতো এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়েও মুখ খুললেন তিনি। তবে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে নয়, বরং নিজের নির্বাচনী এলাকা ‘ঢাকা-৮’ আসনের ভোটার হওয়া নিয়ে একরাশ আক্ষেপ প্রকাশ করেছেন ‘দেবী’ খ্যাত এই অভিনেত্রী। গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ফারিয়া লেখেন, “শান্তিনগরে ২৪/৭ জ্যাম- এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায়, এটা নিয়েও আমার কোনো কষ্ট নেই। আমার কষ্ট একটাই, শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে আর আমি সেই আসনের ভোটার।” ফারিয়ার এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয় এবং নেটিজেনরা মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া জানাতে থাকেন। এক অনুসারী মজা করে লিখেছেন, “আপনি ভাগ্যবতী, ফ্রিতে নিজের এলাকার মারামারি দেখতে পারবেন। নির্বাচনের আগে কিছু ভুট্টা কিনে ঘরে রেখে দিতে পারেন। যেদিন মারামারি লাগবে সেদিন পপকর্ন বানিয়ে খাবেন আর উপভোগ করবেন।” উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনটি বেশ গুরুত্বপূর্ণ ও আলোচিত। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাস, এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী এবং আলোচিত মডেল মেঘনা আলম। মতিঝিল, শাহবাগ, রমনা ও পল্টনের মতো গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত এই আসনে নির্বাচনী উত্তাপ যে ছড়াবে, ফারিয়ার আক্ষেপে হয়তো সে ইঙ্গিতই পাওয়া গেল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button