জাতীয় সংবাদ

স্ত্রীসহ কাস্টমসের সাবেক কর্মকর্তার ২ ফ্ল্যাট জব্দ

প্রবাহ রিপোর্ট : কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের সাবেক সহকারী কমিশনার (বর্তমানে অবসরপ্রাপ্ত) ভূইয়া মফিজুর রহমান ও তার স্ত্রী দিলশাদ জাহান লুসির নামে ঢাকার দক্ষিণখানে দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক রোমান উদ্দিন ফ্ল্যাট দুটি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মফিজুর রহমান ৯২ লাখ ১০ হাজার ২৩৯ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ-দখলে রাখার অভিযোগে দুদক গত বছরের ১৪ অক্টোবর মামলা করেন। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, মফিজুর রহমান সম্পদ ও বাড়িগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন, যা করতে পারলে মামলার বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশই ব্যর্থ হবে। এমতাবস্থায় এ স্থাবর সম্পদ জব্দ করা একান্ত প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button