আগামী ৫ ফেব্রুয়ারী প্রার্থীদের নিয়ে সুজনের জনতার মুখোমুখি অনুষ্ঠান

# ৮ সদস্য বিশিষ্ট সুজনের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন #
স্টাফ রিপোর্টার ঃ আগামী ৫ ফেব্রুয়ারী খুলনায় ২নং আসনের সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে জনতার মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ ছাড়া সুজনের মহানগর ও জেলা কমিটি বিলুপ্ত করে নতুন করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সোনাডাঙ্গাস্থ নিজস্ব কার্যালয়ে মহানগর ও জেলা কমিটির পরিকল্পনা সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সুজন বিভাগীয় কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা। বক্তৃতা করেন সুজনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু. নগর কমিটির সদস্য রমা রহমান, এসএম সোহরাব হোসেন, এসকেএম তাছাদুজ্জামান, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, খলিলুর রহমান সুমন, বনানী সুলতানা ঝুমু, ইরীনা আক্তার, মাহবুবুল হক, এড. আরিফা খাতুন, সৈয়দ আলী হাকিম, ইসরাত আরা হীরা, সাজেদা ইসলাম, আসিফ ইকবাল, সালমা জাহান প্রমূখ। সভায় আগামী ৫ ফেব্রুয়ারী বেলা ১১টায় শহীদ হাদিস পার্কে সুজনের উদ্যোগে খুলনা-২নং আসনের সংসদ সদস্য প্রার্থীদের সাথে জনতার মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া সুজনের জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করে অধ্যক্ষ জাফর ইমামকে আহবায়ক করে ৮ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, এড. কুদরত ই খুদা, রমা রহমান, এস এম সোহরাব হোসেন, এসকেএম তাছাদুজ্জামান, খলিলুর রহমান সুমন, বনানী সুলতানা ঝুমু ও ইরানী আক্তার। আগামী তিন মাসের মধ্যে এ কমিটি মহানগর ও জেলা সুজনের কমিটি গঠন করবেন।



