স্থানীয় সংবাদ

যে দলের নেতারা হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারে তাদের ভয় দেখাবেন না : সাতক্ষীরায় জামায়াতের আমীর

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় জামাতের আমির ডা: শফিকুর রহমান বলেছেন, যে দলের নেতারা হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারে তাদের ভয় দেখাবেন না। বাংলাদেশে ইনছাফ প্র তিষ্ঠার জন্য আমার জীবন দিতে প্র স্তুত আছি। একটি দলকে উদ্দেশ্যে বলেন, ফ্যামিলি কার্ড দিবেন আবার মা-বোনদের গায়ে হাত দেবেন এটা মেনে নেয়া হবে না। আমাদের কোন কার্ড নেই। আমরা মানুষের ন্যয্যাটা বুঝিয়ে দিতে চাই। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা বালক উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্র ধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম পরোয়ার,ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দীয় শূরা সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেকসহ অন্যরা। সমাবেশে তিনি আরো বলেন, আমরা যদি দেশ পরিচালনার দায়িত্বে আসতে পারি ইনছাফের বাংলাদেশ গঠন করবো। ইনছাফ হলো সমতা নয়, ইনছাফ ন্যায্যটা বুঝিয়ে দেওয়া। আমরা আসলে চাঁদাবাজি, সন্ত্রাসী থাকবে না। আমরা যুবকদের কোন বেকার ভাতা দেব না, বেকার ভাতা দেয়া মানে তাদের অপমান করা। যুবকরা ভাতা চায় না কাজ চায়। আমরা যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই। বিগত সময়ে যারা দেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন আমরা তাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে বের করে জনগনের কাছে পৌছে দিয়ে চায়। আর এ জন্য সকলকে হ্যাঁ ভোট দিতে হবে। তিনি সাতক্ষীরার প্র সঙ্গ উল্লেখ করে বলেন, সারা দেশে ফ্যাস্টিট সরকার গুম খুন হত্যাযজ্ঞ চালিয়েছিল। শুধুমাত্র সাতক্ষীরায় আমাদের নেতাকর্মীদের গুম খুন করার পাশাপাশি বাড়িঘরও ভাংচুর করেছিল। এসব হত্যার বিচার নিশ্চিত করতে হলে সাতক্ষীরার ৪টি আসনেই দাড়ীপাল্লাকে বিজয়ী করতে হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button