ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়: পুশকৃত চিংড়ী জব্দ প্রায় ৪০ কেজি

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা আদায় ও অপদ্রব্য পুশকৃত প্রায় ৪০ কেজি চিংড়ী মাছ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার খর্ণিয়া মাছের আড়তের পাশে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সুত্রে জানা গেছে, খর্ণিয়া মাছ আড়তের আশপাশে একদল মাছ ব্যবসায়ী তাদের ঘরে ফেলে চিংড়ীতে অপদ্রব্য পুশ করে আসছিলেন। এমন তথ্যে’র ভিত্তিতে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে চিংড়ীতে পুশকৃত সরঞ্জম সিরিঞ্জ, জেলি, বালতি,মগসহ আব্দুর রাজ্জাক (৪৪) নামের এক ব্যবসায়ীকে আটক ও ১০ থেকে ১৫ কেজি ওজনের গলদা উদ্ধার হয়। আটক আব্দুর রাজ্জাক বগুড়া জেলার শহরের শাহাদাৎ আলীর ছেলে। এদিকে অভিযান চলাকালে পাশের একটি ঘরের লোকজন টের পেয়ে চিংড়ী ও সরঞ্জম ফেলে পালিয়ে যায়। পরে সেই ঘরে তল্লাশি চালিয়ে প্রায় ২০ থেকে ২৫ কেজি ওজনের পুশকৃত গলদা চিংড়ী উদ্ধার হয়। এ সময় বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী শেষে মৎস্য ও মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন ২০২০ এর ৩১ ধারা মতে অভিযুক্ত আব্দুর রাজ্জাকের নিকট থেকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং জব্দকৃত সমস্ত চিংড়ী মাঠির নিচে চাপা দেয়ার নির্দেশ শেষে রায় ঘোষণা করেন। আদালত পরিচালায় সহযোগিতা করেন ডুমুরিয়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান ও ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ টহল টীম।



