তরুণদের মধ্যে দ্রুত বাড়ছে এইচআইভি সংক্রমণ

দেশে তরুণ ও অবিবাহিত জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণ দ্রুত বাড়ছে-এই তথ্য নিঃসন্দেহে গভীর উদ্বেগের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে নতুন শনাক্ত হওয়া এইচআইভি আক্রান্তদের ৪২ শতাংশই তরুণ-তরুণী, যেখানে আগের বছর এই হার ছিল ৩১.৫ শতাংশ। মাত্র এক বছরের ব্যবধানে এমন বৃদ্ধি জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি স্পষ্ট সতর্কসংকেত। এইচআইভি সংক্রমণের প্রবণতা বিশ্লেষণ করলে দেখা যায়, ঝুঁকিপূর্ণ যৌন আচরণ, ইনজেক্টেবল ড্রাগ ব্যবহারে অন্যের সুচ ব্যবহার, সুরক্ষা সামগ্রীর অনিয়মিত ব্যবহার এবং যৌন স্বাস্থ্য বিষয়ে অজ্ঞতাই এর প্রধান কারণ। বিশেষজ্ঞদের মতে, পরিবার ও সমাজে যৌন স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা না থাকায় কৌতূহল, ভুল ধারণা ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত তরুণদের মধ্যে সহজেই প্রভাব বিস্তার করছে। উদ্বেগজনক আরেকটি দিক হলো-অনেক তরুণ সংক্রমণের ঝুঁকি সম্পর্কে জানার পরও সময়মতো পরীক্ষা করাতে আগ্রহী হন না। সামাজিক লজ্জা, ভয় এবং বৈষম্যের আশঙ্কা তাদের চিকিৎসা গ্রহণে বিলম্ব ঘটায়। অথচ চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে এখন নিয়মিত ওষুধ গ্রহণের মাধ্যমে এইচআইভি আক্রান্ত ব্যক্তিরা প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং সংক্রমণ ছড়ানোর ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমে আসে। তরুণদের আচরণগত পরিবর্তনের পেছনে সামাজিক বাস্তবতাও ভূমিকা রাখছে। প্রযুক্তির দ্রুত প্রসার, নগরায়ণ ও জীবনধারার পরিবর্তনে তথ্যের প্রবাহ বেড়েছে, কিন্তু সেই সঙ্গে বেড়েছে বিভ্রান্তি ও ঝুঁকিপূর্ণ প্রলোভন। যৌনতা ও সম্পর্ক বিষয়ে তথ্য সহজলভ্য হলেও, স্বাস্থ্য ও নিরাপত্তার দিকটি উপেক্ষিত থেকে যাচ্ছে-যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই প্রেক্ষাপটে কেবল নৈতিকতার ভাষায় আলোচনা যথেষ্ট নয়। প্রয়োজন বাস্তবসম্মত, বিজ্ঞানভিত্তিক ও তরুণবান্ধব উদ্যোগ। স্কুল ও কলেজ পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা কতটা কার্যকর হচ্ছে, তা পুনর্মূল্যায়ন জরুরি। একই সঙ্গে তরুণদের জন্য গোপনীয়তা নিশ্চিত করে পরীক্ষার সুযোগ, পরামর্শ সেবা এবং সচেতনতা কর্মসূচি জোরদার করতে হবে। এইচআইভি সংক্রমণ কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়; এটি একটি জনস্বাস্থ্য ইস্যু। সময়মতো পদক্ষেপ না নিলে এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব আরও গভীর হতে পারে। তরুণদের নিরাপদ আচরণে উদ্বুদ্ধ করা, লজ্জা ও ভয় ভাঙা এবং চিকিৎসাকে সহজলভ্য করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। নইলে এই নীরব সংকেত ভবিষ্যতে বড় স্বাস্থ্য সংকটে রূপ নিতে পারে।
