জাতীয় সংবাদ

পেছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না : জামায়াত আমির

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশকে আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে এগিয়ে নিতে চাই। পেছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না। আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই। বুধবার দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা-১৫ আসনে নিজের নির্বাচনি জনসংযোগ শুরুর আগে জামায়াতের আমির এসব কথা বলেন। ওই আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনের উদ্দেশে শফিকুর রহমান বলেন, আমার একজন প্রতিদ্বন্দ্বি এখানে আছেন। আছেন অনেকেই, তবে একজন বিশেষ প্রতিদ্বন্দ্বি আছেন। তাকে আমি ওয়েলকাম করি। আসেন ময়দানে, আমরা সবাই আমাদের প্রচারণা নিয়ে যাই, সুন্দর, ভদ্র, শান্ত ও সুশৃঙ্খলভাবে। সবাই সবাইকে সম্মান করি এবং যার যার কথা আমরা জনগণের কাছে ছড়িয়ে দিই। নিজের নির্বাচনি এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, আমরা আশা করি, সমবেতভাবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটা আদর্শ এলাকা গড়তে পারবো। এখানে অনেক সমস্যা আছে। জলাবদ্ধতা, রাস্তাঘাট, স্কুল-কলেজের সমস্যা। এখানে কোনও বিশ্ববিদ্যালয় নেই, আদর্শ মানের মানসম্মত কোনও হাসপাতাল নেই, খেলার মাঠ নেই, পার্ক নেই, ওয়াকওয়ে নেই, বিশ্রাম ও ব্যায়ামের কোনও জায়গা নেই। এই ধরনের অনেকগুলো সমস্যা আছে। আমরা এই এলাকা নিয়ে রূপকল্প তৈরি করেছি। সবাইকে নিয়েই সমাধান করবো। শফিকুর রহমান বলেন, এই এলাকাকে আমি অন্তরে ধারণ করি। এই এলাকা নিয়ে স্বপ্ন দেখি, যেমন সারাদেশ নিয়ে দেখি। যেহেতু আমি এখান থেকে নির্বাচন করবো এটার জন্য আলাদা করে স্বপ্ন দেখি। এখানকার প্রতিটি সমস্যাকে নিজের মনোজগতে তুলে আনার চেষ্টা আমি করতেছি। ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ যদি সুযোগ দেন এবং জনগণের রায়ে নির্বাচিত হতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই এলাকাকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করব। প্রতিদ্বন্দ্বীদের প্রসঙ্গে তিনি বলেন, আমার এখানে একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী আছেন, আরও অনেকে আছেন। সবাইকে আমি স্বাগত জানাই। আসুন, আমরা ভদ্রভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে প্রচার চালাই। সবাই সবাইকে সম্মান করি এবং যার যার বক্তব্য জনগণের কাছে তুলে ধরি। আস্থাটা জনগণের ওপরই রাখি। তিনি আরও বলেন, আমরা সবাইকে সঙ্গে নিয়েই সমাধান করব। এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা চাই। সারাদেশের প্রেক্ষাপটে কথা বলতে গিয়ে জামায়াত আমির বলেন, আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি ফরওয়ার্ড-লুকিং বাংলাদেশ গড়তে চাই। পেছনের বিষয় নিয়ে আর বিভাজনের রাজনীতি করতে চাই না। সবাই মিলেমিশে সামনে এগিয়ে যেতে চাই। অনুষ্ঠান শেষে শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নতি কামনা করে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্তরিক অভ্যর্থনায় তিনি অভিভূত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button