জাতীয় সংবাদ

যুক্তরাষ্ট্র অফিসিয়ালি পর্যবেক্ষক পাঠাবে না: ইসি সচিব

প্রবাহ রিপোর্ট : গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র ‘অফিসিয়ালি’ পর্যবেক্ষক পাঠাবে না। বুধবার নির্বাচন ভবনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ওনারা ওখান থেকে কোনো পর্যবেক্ষক দল পাঠাবেন না। তবে ইন্ডিপেন্ডেন্ট একটি দল আসবে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসবে এবং দূতাবাস থেকে তারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় নিজস্বভাবে পর্যবেক্ষণে যাবেন। তবে তারা ফরমাল অবজারভার নন; ভোটের পরিস্থিতি কেমন, তা দেখতেই যাবেন। এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ওনারা বলেছেন যে এ রকম চারটি জায়গায় দূতাবাস থেকে প্রতিনিধি দল যাবে দেখার জন্য। তারা ইন্ডিপেন্ডেন্টলি যাবেন, অবজারভার হিসেবে নয়। অর্থাৎ আমাদের তালিকাভুক্ত অবজারভার হিসেবে নয়, নিজেদের মতো করে যাবেন। আমরা বলেছি, যেতে অসুবিধা নেই। তারা ভোটের দিন যাতায়াতের বিষয়টি জানতে চেয়েছিলেন-গাড়ি চলাচলে কোনো সীমাবদ্ধতা থাকবে কি না। আমরা বলেছি, থাকবে। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করে দেয়। আমরা বলেছি, আপনারা একটি তালিকা দেবেন-কয়জন যাবেন। পরে বিষয়টি আমরা ফ্যাসিলিটেট করব। ইসি সচিব বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো কীভাবে আমরা ম্যানেজ করছি, আমাদের ব্যবস্থাপনাটা কী-সে বিষয়ে তাদের অবহিত করা হয়েছে। আচরণবিধিমালা নিয়ে তিনি বলেন, আমাদের তো সেকেন্ডারি ইনফরমেশনের ওপর কাজ করতে হয়। আমি সেখানে (সংশ্লিষ্ট নির্বাচনী আসনে) ব্যক্তিগতভাবে উপস্থিত থাকি না। কাজেই আমাদের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তথ্য নিতে হয়, তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়। এগুলো আমরা দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করার চেষ্টা করছি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত জানতে চেয়েছেন আমাদের নিরাপত্তা ব্যবস্থাপনা কী। আমরা বলেছি, প্রায় সাড়ে নয় লাখ নিরাপত্তাকর্মী বিভিন্ন স্তরে কাজ করবেন। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অফিসিয়ালি কোনো অবজারভার পাঠানো হবে না, তবে ইন্ডিপেন্ডেন্টলি দূতাবাস থেকে পর্যবেক্ষণ করা হবে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এবারের নির্বাচনে সাড়ে ৫৫ হাজার দেশি এবং ৫০০ বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button