জাতীয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে বাংলাদেশ পাবে দীর্ঘমেয়াদি সুফল: আসিফ

প্রবাহ রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন ভোটাররা সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবেন। গত মঙ্গলবার কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত নির্বাচনি পথযাত্রায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশব্যাপী গণভোটের পাশাপাশি এনসিপি প্রার্থীদের শাপলা কলি প্রতীকের প্রচারণার অংশ হিসেবে অংশগ্রহণ ছিল। আসিফ মাহমুদ বলেন, ১১ দলীয় জোট দেশের ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। আমাদের বিশ্বাস, জনগণ জোটের প্রার্থীদের বিজয়ী করবে। সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে বাংলাদেশ আরও দীর্ঘমেয়াদি সুফল পাবে। এতে শুধু বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যৎ প্রজন্মও উপকৃত হবে। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা যেই প্রতীকে ভোট দিন না কেন-দাঁড়িপাল্লা, শাপলা কলি, রিকশা কিংবা ধানের শীষ-গণভোটে ‘হ্যাঁ’ ভোটে সিল দিন। বাংলাদেশের ভবিষ্যৎ ও টেকসই সংস্কারের জন্য এটি গুরুত্বপূর্ণ। আসিফ মাহমুদ আরও বলেন, গণঅভ্যুত্থানের পর অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু মনোনয়ন বাছাইয়ে ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের বৈধকরণ স্পষ্ট পক্ষপাতিত্বের ইঙ্গিত দিয়েছে। জাতীয়তাবাদের কথা বলে, সবার আগে দেশের কথা বলে বিদেশি নাগরিকদের মনোনয়ন এই প্রশ্ন তুলেছে। তিনি কুমিল্লা বিভাগের বাস্তবায়নের প্রসঙ্গও উল্লেখ করে বলেন, গণঅভ্যুত্থানের পর প্রশাসনিক জটিলতা নিরসনের মাধ্যমে কুমিল্লা বিভাগের বাস্তবায়ন শেষ পর্যায়ে এসেছে। শুধুমাত্র উচ্চপর্যায়ের সভার মাধ্যমে এটি কার্যকর হবে। যে সরকারই ক্ষমতায় আসুক-কুমিল্লা বিভাগ বাস্তবায়িত হবে। সমাবেশে কুমিল্লা মহানগর জামায়াতের আমীর, জেলা ও মহানগর নেতৃবৃন্দ, এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। এছাড়া কুমিল্লা-৬ ও কুমিল্লা-৮ আসনের ১১ দলীয় জোট প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button