স্থানীয় সংবাদ

জলবায়ু সংক্রান্ত ক্ষয়-ক্ষতি বিষয়ক দক্ষতা উন্নয়ন কর্মশালা

খবর বিজ্ঞপ্তি : আজ (বুধবার) এ্যাডামস ফাউন্ডেশন আয়োজিত মাল্টি অ্যাক্টর পাটনারশপি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে জলবায়ু সহনশীলতার উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়-ক্ষতির জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা কার্যক্রম শীর্ষক প্রকল্পের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমশনার (সার্বিক), খুলনা, আবু সায়েদ মোঃ মঞ্জুর আলম। দক্ষতা উন্নয়ন কর্মশালায় জলবায়ু পরর্বিতনে ক্ষয়-ক্ষতি বিষয়ক উপস্থাপনা করেন ইন্সটিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইডিএম), কুয়েট এর সহযোগী অধ্যাপক ড. আনজুম তাসনুভা, প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন খুলনা বিশ্ববিদ্যালয়য়ের এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো: ইয়াসিন আলী, পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন এর অধ্যাপক ও প্রধান ড. মো: মুজিবর রহমান, ইন্সটিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট, কুয়েট এর পরিচালক অধ্যাপক ড. মো: নূরুন্নবী মোল্লা, এগ্রো টেকনোলজি ডিসিপ্লিন এর অধ্যাপক মো: রেজাউল ইসলাম, কেডিএ এর প্লানিং অফিসার, মো: তানভির আহমেদ এবং অ্যাইক্যড এর ব্যবস্থাপনা পরিচালক সাকিব হক। এই কর্মশালায় সভাপতিত্ব করেন এ্যাডামস এর নির্বাহী পরিচালক এস, এম, আলী আসলাম। এছাড়াও ডুমুরিয়া ও বটিয়াঘাটা থেকে আগত সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, উয়ুথ ক্লাইমেট এ্যাক্টভিস্ট, খুলনা বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষার্থী এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ অত্র কর্মশালায় উপস্থিত ছিলেন।
উল্লেখিত প্রকল্পটি স্থানীয় পর্যায়ে এ্যাডামস্, জাতীয় পর্যায়ে আইক্যাড ও আন্তর্জাতিক পর্যায়ের জার্মানওয়াচ বাস্তবায়ন করছে।
কর্মশালার উদ্দশ্যে হল জলবায়ু পরিবর্তনের প্রভাব, ক্ষয়-ক্ষতি, অর্থনৈতিক ও অঅর্থনৈতিক ক্ষয় ক্ষতির ধারণা, কপ-৩০ (কপ-৩০)-পরবর্তী পর্যালোচনা এবং সিদ্ধান্ত সম্পর্কে অংশগ্রহণকারীদের জ্ঞান ও ধারণাকে উন্নত করা, মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ (ম্যাপ) সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান, জাতীয় পর্যায়ে ক্ষয়-ক্ষতির জাতীয় কৌশল প্রণয়ন বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা ও তাদের মতামত প্রদানে উৎসাহিত করা। উক্ত কর্মশালায় জলবায়ু সংক্রান্ত ক্ষয় ক্ষতির বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পদক্ষেপ, কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও এর মোকাবেলা এবং স্থানীয় নেতৃত্তাত্বাধীন অভিযোজন বিষয়ে উক্ত কর্মশালায় বিশদভাবে আলোচনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button