স্থানীয় সংবাদ
২৬নং ওয়ার্ডে গণভোটে হ্যাঁ’র পক্ষে শোভায় যাত্রায় রক্তারা পরিবর্তনের জন্য হ্যাঁ-তে ভোট দিন

খবর বিজ্ঞপ্তি ঃ গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে। পরিবর্তনের জন্য গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ বলতে হবে। বুধবার বিকেলে কেসিসি ২৬নং ওয়ার্ডের উদ্যোগে গণ ভোট হ্যাঁ-এর পক্ষে জনমত সৃষ্টির লক্ষে আয়োজিত শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সভায় বক্তারা এসব কথা বলেন। ২৬নং ওয়ার্ডের দায়িত্বপ্র্াপ্ত কর্মকর্তা ও কেসিসির শিক্ষা অফিসার এসকেএম তাছাদুজ্জামানের নেতৃত্বে অংশ নেন সুশাসনের জন্য নাগরিক সুজনের বিভঅগীয় কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদাসহ বিভিন্ন রাজনৈতিক শিক্ষক ও শিক্ষার্থীরা। শোভা যাত্রাটি এলঅকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওয়ার্ড অফিসে ফেরৎ আসে।



