স্থানীয় সংবাদ

ঐতিহ্যবাহী সোনালী জুট মিলস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রথম পুণর্মিলনী কাল

খানজাহান আলী থানা প্রতিনিধি: ঐতিহ্যবাহী সোনালী জুট মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল ৩০ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
রি-ইউনিয়ন পরিচালনা কমিটির সদস্য শেখ সালাউদ্দিন দুলাল এবং আমিনুল ইসলাম জানান, ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের প্রথম পুণর্মিলনী অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠ ভাবে সুসম্পন্ন করতে রেজিস্ট্রেশন এর মেয়াদ শেষ এখন মাহেন্দ্রক্ষনের অপেক্ষায় প্রাঙ্গন শিক্ষার্থী। ইতি মধ্যে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। বিদ্যালয়ের এসএসসি (১৯৯০-২০২৬) মোট ৩৬টি ব্যাচের মধ্যে অধিকাংশ ব্যাচই অনুষ্টানে অংশগ্রহন করতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। অনুষ্ঠান বাস্তবায়নে রি-ইউনিয়ন পরিচালনার গঠিত কমিটি রাত-দিন কাজ করে যাচ্ছে। আগামীকাল ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার ঐতিহ্যবাহী সোনালী জুট মিলস উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন সাবেক শিক্ষক শিক্ষক ও প্রাঙ্গন শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠবে। জমকালো এই অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতো মধ্যে সম্পন্ন করেছে। ১ম পূণর্মিলনী স্বরনীয় করতে বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান সুচী সাজানো হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের আলোকসজ্জাকরন, প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের ছবি সম্বলিত ফেস্টুন, স্মৃতির পাতা থেকে পুরাতন ভবন সমুহের চিত্র ফুটিয়ে তুলা হয়েছে। শুক্রবার সকাল ৮টায় রেজিস্ট্রেশন ভেরিফিকেশনের পর জাতীয় সংগীতের মধ্যে দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। পরবর্তিতে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক বক্তৃতা, খেলাধুলা, ফটোসেশন, র‌্যাফেল ড্র, সকালের নাস্তা, দুপুরের লান্স এবং রাতের ডিনারের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button