জাতীয় সংবাদ

খুলনায় ৮৪ টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার নগদ ৮৯ হাজার টাকা উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ ৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম, এম সালাহউদ্দীন এর নির্দেশে গঠিত অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট ৩ এপিবিএন এর নিয়ন্ত্রণাধীন কর্ম এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার, ফেসবুক ও অনলাইন প্রতারণা সংক্রান্তে কাজ করে থাকে। অধিনায়ক এর সুনিপুণ দিক নির্দেশনায় সহ অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহবুবুর রহমান এর এর প্রত্যক্ষতত্ত্বাবধানে জানুয়ারি মাসে ৩, এপিবিএন, খুলনার অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট বিভিন্ন থানায় মোবাইল হারানো সংক্রান্তে হওয়া জিডি মূলে দেশের বিভিন্ন প্রান্ত হতে উদ্ধারকৃত সর্বমোট ৮৪ টি মোবাইল এবং বিকাশ প্রতারণার নগদ ৮৯,৭৯০/- টাকা উদ্ধার করে। অধিনায়ক উদ্ধারকৃত মোবাইল ও উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। এছাড়াও জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১২৫টি অভিযোগের সন্তোষজনক উত্তর দেওয়া ও সমাধান করা হয়েছে এবং হটসআ্যপ ও ম্যাসেজœারের হতে প্রাপ্ত ১৩৫টি অভিযোগের সন্তোষজনক উত্তর দেওয়া ও সমাধান করা হয়েছে ,৪ টি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার এবং বিভিন্ন অনলাইন প্রতারণা সহ সাইবার বুলিং এর শিকার ব্যক্তিদের আইনী সেবা প্রদান করা হয়। হারানো মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরের সময়ে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম, এম সালাহউদ্দীন বলেন জনসাধারণের ইতিবাচক সাড়া পেলে আমরা অধিক ভুক্তভোগীকে আইনী সেবা প্রদান করতে পারবো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button