স্থানীয় সংবাদ

শাইখুল হাদীস মুফতী গোলাম রহমানের ইন্তেকাল

# খুলনা-৩ আসনে প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের শোক #

খবর বিজ্ঞপ্তি ঃ শাইখুল হাদীস, বরেণ্য আলেমে দ্বীন আল্লামা মুফতী গোলাম রহমান (রহ.)–এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্র কাশ করেছেন খুলনা-৩ আসনের হাতপাখার সংসদ সদস্য পদপ্র ার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। দক্ষিণ বাংলার প্র বীণ আলেম, জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনা’র প্র তিষ্ঠাতা মহাপরিচালক, জামি’আর নায়েবে মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়ার সম্মানিত পিতা, খুলনার হেলাতলা জামে মসজিদের প্র াক্তন ইমাম ও খতীব এবং দারুল উলূম খুলনার সাবেক প্র ধান মুফতী শাইখুল হাদীস আল্লামা যাকারিয়া (রহ.)এর সোহবতপ্র াপ্ত বিশিষ্ট শাগরিদ আল্লামা মুফতী গোলাম রহমান (রহ.) গতকাল বুধবার সকাল ১০ ঘটিকায় রাজধানী ঢাকার ধানমন্ডি গ্রীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার ইন্তেকালে দেশের গোটা দ্বীনি অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মরহুমের জানাজার নামাজ গতকাল বুধবার (২৮ জানুয়ারি) রাত ৯টায় তার প্র তিষ্ঠিত বাগমারা মারকাযুল উলূম মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। তার জানাযায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-৩ আসনের হাতপাখার সংসদ সদস্য পদপ্র ার্থী ও দলের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। শোকবার্তায় হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, মরহুম মুফতী গোলাম রহমান (রহ.) দারুল উলূম দেওবন্দ থেকে হাদীস ও ফিকহে উচ্চতর জ্ঞান অর্জন করে আজীবন কুরআন-হাদীসের খেদমত, ইলমে ফিকহ চর্চা, দাওয়াত ও তাবলীগের মহান কাজে নিজেকে নিঃস্বার্থভাবে উৎসর্গ করে গেছেন। দ্বীনের প্র চার ও প্র সারে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। আমরা মহান রব্বুল আলামীনের দরবারে দোয়া করি, আল্লাহ তায়ালা যেন দ্বীনের এই একনিষ্ঠ খাদেমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ও সান্ত¡না ধারণের তাওফিক দান করেন। আমিন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button