স্থানীয় সংবাদ

বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার হবে: শফিকুল আলম মনা

# খুলনা-৩ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ #
# বকুলের পক্ষে গণসংযোগ #

স্টাফ রিপোর্টার ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল-এর পক্ষে গণসংযোগ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় খালিশপুর ১৪নং ওয়ার্ডের বৈকালী বাজার এলাকায় এবং বিকেল ৫টায় ৯নং ওয়ার্ডের বাস্তহারা এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে পথসভায় বক্তব্যে অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, “দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত। দিনের ভোট রাতে হয়েছে, জনগণের মতামতকে উপেক্ষা করা হয়েছে। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ ধানের শীষে ভোট দেওয়া।” তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে সবার আগে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে। গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।” তিনি বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, তা পুনরুদ্ধারের দায়িত্ব এখন বিএনপির কাঁধেই। “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ ও শক্তিশালী। জনগণের ব্যাপক সাড়া প্রমাণ করেÑধানের শীষই মানুষের শেষ ভরসা।” গণসংযোগে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “কোনো উসকানি বা ষড়যন্ত্রে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে জনগণের কাছে যেতে হবে। মানুষের সঙ্গে কথা বলতে হবে, তাদের কথা শুনতে হবে। এই নির্বাচন হবে জনগণের বিজয়ের নির্বাচন।” এ সময় গণসংযোগে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন সাবু, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইসতি, সিনিয়র যুগ্ম সম্পাদক মুন্তাসির আল মামুন, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ খালিশপুর থানা ও ওয়ার্ড মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।
গণসংযোগ চলাকালে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে ভোট দিয়ে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button