স্থানীয় সংবাদ

মহেশ্বরীপুর ইউনিয়নে নির্বাচনী জনসভা জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে : মাওলানা আবুল কালাম আজাদ

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক এবং খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, কয়রা পাইকগাছায় অতীতে উন্নয়নের বুলি তুলে শুধু শোসন করা হয়েছে। অতীতে নির্বাচিত সংসদ সদস্যরা অতিথী পাখির মত এসে লুটপাট করেছে। সেই অবস্থায় এখন জনগন নেই। সময় এসছে জনগনের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার, এলাকার উন্নয়ন বুঝে নেওয়ার। অঞ্চলভিত্তিক ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ বিনির্মানে যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করার। দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করা হলে ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করা হবে।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনের নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে মহেশ্বরীপুর ইউনিয়নে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর মো. আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভাটি সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক থানা সভাপতি আবুল বাসার। জনসভায় বক্তৃতা করেন ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারী মাওলানা শেখ সায়ফুল্লাহ, সহকারী সেক্রেটারী মাওলানা সুজাউদ্দিন, ইউনিয়ন যুব বিভাগ সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম, মহেশ্বরীপুর হাই স্কুলের প্রধান শিক্ষক এস এম এ সোবহান, ইউনিয়ন নির্বাচন পরিচালক জি এম জহুরুল হক, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. হাবিবুল্লাহসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। তিনি আগামী নির্বাচনে নৈতিকতা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনের জন্য সকলকে সচেতনভাবে দাঁড়িপাল্লা প্রতিককে বিজয়ী করার আহবান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button