স্থানীয় সংবাদ

চাঁদাবাজ মুক্ত খুলনা গড়ার অঙ্গীকার : রকিবুল ইসলাম বকুল

স্টাফ রিপোর্টার ঃ সাধারণ মানুষের ভোটে তিনি যদি নির্বাচিত হতে পারেন, তবে খুলনার পবিত্র মাটিতে কোনো প্রকার চাঁদাবাজ ও সন্ত্রাসীর স্থান হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় বকুল বলেন, বিগত বছরগুলোতে খুলনাবাসী নানাভাবে শোষণ ও চাঁদাবাজির শিকার হয়েছে। সাধারণ ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারেননি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। বুধবার বিকেলে পাবলা সবুজ সংঘ মাঠে সবুজ সাথী প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন, কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। তিনি আরো বলেন, খুলনার উন্নয়ন এবং শান্তির স্বার্থে তিনি যেকোনো মূল্যে চাঁদাবাজদের সিন্ডিকেট ভেঙে দেবেন। জনগণের আমানত হিসেবে ভোট পেয়ে সংসদে যেতে পারলে তিনি একটি সুন্দর, নিরাপদ ও সন্ত্রাসমুক্ত খুলনা উপহার দেবেন বলে প্রতিশ্রুতি দেন। বকুল আরও বলেন, ধানের শীষ হচ্ছে শান্তির প্রতীক এবং এই প্রতীক জয়ী হওয়া মানেই সাধারণ মানুষের অধিকার ফিরে পাওয়া। তিনি অভিযোগ করেন যে, একটি বিশেষ গোষ্ঠী খুলনার সম্পদ লুটে খাচ্ছে এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে শাসন করছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। রকিবুল ইসলাম বকুল উল্লেখ করেন, খুলনার প্রতিটি পাড়া-মহল্লায় শান্তি ফিরিয়ে আনাই হবে তার মূল লক্ষ্য। তিনি নির্বাচিত হলে কোনো দলীয় পরিচয়েও কেউ চাঁদাবাজি বা দখলদারিত্ব করতে পারবে না বলে কঠোর হুশিয়ারি দেন। সবুজ সাথী প্রি ক্যাডেট স্কুলের অধ্যাক্ষ মোঃ শাহীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ চৌধুরী শফিকুল ইসলাম হোসেন , বিশিষ্ট সমাজসেবক ও প্রধান রাজনীতিবিদ মুশাররফ হোসেন, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদ কামাল, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের চেযঙারম্যান খন্দকার আলমগীর কবির, পাবলা সবুজ সংঘের সভাপতি মো: রফিকুল ইসলাম, খুলনা মহানগর জাসাস এর সভাপতি ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, পাবলা সবুজ সংঘ মসজিদের সভাপতি আলহাজ্ব এইচ এ রহিম। আরো উপস্থিত ছিলেন মোঃ মতলেবুর রহমান, মিতুল, প্রফেসর সাইফুল ইসলাম , জয়নাল আবেদীন , শেখ আনসার আলী সহ দৌলতপুর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button