খালিশপুরে গরীবের ওএমএস’র ৬৯৭ বস্তা চালসহ গ্রেফতার ১

# বাজার মূল্য সাড়ে পাঁচ লাখ টাকা #
স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুরে পুলিশ অভিযান চালিয়ে ৬৯৭ বস্তা চাল ও সরকারি ১০৭টি খালি চালের বস্তাসহ আব্দুল আল ফয়সাল (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে নগরীর খালিশপুর গোয়ালপাড়া কমিউনিটি সেন্টারের একটি বাড়ি থেকে এই চাল জব্দ করা হয়। জব্দকৃত চালের মধ্যে ২৩৭ বস্তা সরকারি (খাদ্য অধিদপ্তরের) চাল রয়েছে। জব্দকৃত চালের বাজার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। গ্রেফতার আব্দুল আল ফয়সাল নগরীর বিআইডিসি রোডে ক্রিসেন্ট বাজারের মৃত ইউনুস আলীর ছেলে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর ক্রিসেন্ট মিল গেটস্থ নগরীর গোয়ালপাড়া কমিউনিটি সেন্টারের পাশের আনিসুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঐ বাড়ি থেকে ৬৯৭ বস্তা চাল ও ১০৭টি খালি সরকারি চালের বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের মধ্যে ২৩৭ বস্তা সরকারি (খাদ্য অধিদপ্তরের ) চাল রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। তিনি জানান, এ সময় আব্দুল আল ফয়সাল নামে একজনকে গ্রেফতার করা হয়। তবে চালের মালিক সুমন মল্লিককে পাওয়া যায়নি। ওসি আরো জানান, পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিবকে খবর দেওয়া হয়। তিনি উদ্ধারকৃত চাল ও চালের বস্তা জব্দ করার নির্দেশ দিয়ে জেলা খাদ্য কর্মকর্তার হেফাজতে দেওয়ার নির্দেশ দেন। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলেও ওসি তৌহিদুর রহমান জানান। তিনি জানান এ ব্যাপারে এসআই সাইদুজ্জমান বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত ফয়সাল ও সুমন মল্লিক ওরফে বস্তা সুমনসহ দু’জন এজারনামীয় ও ৩/৪ জন অজ্ঞাত নামা আসামী। এরা দীর্ঘ দিন যাবৎ এ কাজটি করে আসছিল। এ চক্রের সকল সদস্যকে গ্রেফতারের আওতায় আনা হবে বলে তিনি জানান। এই সুমন, আনিস সাহেবের বাড়ি ভাড়া নিয়ে এ অকাম করতো। স্থানীয় ডিলাররা নাম প্রকাশ না করার শর্তে জানান, পলাতক সুমন মল্লিক ডিলার সেলিমের লোক। সে ডিল্রাদের মাল ক্রয় করে তা রাতের আধারে চিত্রালীসহ বিভিন্ন মার্কেটে বিক্রি করতো। রাসেল, স¤্রাটের অধিকাংশ মাল এই সুমন ক্রয় করে বাইরে বিক্রি করতো। এসব ডিলাররা বিগত আমলে শেখ মুজিবর রহমানের শোক দিবসে গরীবের চাল নিয়ে কাঙ্গালী ভোজ করতো। এরা প্রতিদিন ডিলার রাসেলের অফিসে বসে গভীর রাত পর্যন্ত স্থানীয় আওয়ামীচক্রের সাথে প্রায় দিন বৈঠক করে থাকে। এখন তারা ভোল পাল্টিয়ে কতিপয় বিএনপি নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলেছে। তাদের সাহসে এসব আওয়ামী দোসরা এখন ডিলারশীপ টিকিয়ে রেখেছেন। পুলিশ চাল উদ্ধারের পর স্থানীয় এক যুবদল নেতাকে দৌড় ঝাঁপ করতে দেখা যায়। ওই যুবদল নেতার শেল্টারে এসব আওয়ামী দোসর ডিলাররা ওএমএস চাল আটা হরহামেশা গরীব মানুষকে না দিয়ে বাইরে বিক্রি করে দেয় বলে সূত্রটি জানায়।


