আন্তর্জাতিক

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে দক্ষিণে নিহত ৩

প্রবাহ ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় তিন জন নিহত ও অপর একজন আহত হয়েছে। অঞ্চলিক গভর্নর গতকাল বৃহস্পতিবার ভোরে এ তথ্য জানিয়েছেন। জাপোরিঝঝিয়ার গভর্নর ইভান ফেদোরভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, ‘দুঃখজনকভাবে এই হামলায় দুই জন নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। আরেকজন পুরুষ আহত হয়েছেন।’ কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। অঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ আরও বলেন, হামলায় একাধিক বাড়িঘর ধ্বংস হয় ও বিভিন্ন স্থানে আগুন লেগে যায়। শীতের তীব্রতার মধ্যে ইউক্রেন জুড়ে ধারাবাহিক প্রাণঘাতী হামলা চলছে। এ সব হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। একই সঙ্গে প্রায় চার বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতাও জোরালো হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আগামী রোববার আলোচনার পরবর্তী দফা বসতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, চলতি সপ্তাহেই পরবর্তী বৈঠক হবে এবং সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব থাকতেও পারে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত দেশজুড়ে রুশ হামলায় অন্তত ১৬ জন নিহত হন। এর মধ্যে মঙ্গলবার ইউক্রেনের পূব একটি যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলায় ছয়জনের মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button