খুলনা আর্মি ইউনিভার্সিটিতে জমকালো পিঠা উৎসব

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজির (বাউস্ট খুলনা) আয়োজনে জমকালো পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবের স্টলগুলোতে চিতই, ভাপা, পাটিসাপ্টা, পান পিঠা, পুলি পিঠা, দুধপুলি, সেমাই পিঠা, সহ রকমারি পিঠার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী প্রদর্শিত হয়। বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ পিঠা উৎসবে অংশগ্রহণ করেন। পিঠা উৎসবের সময় বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন, বিশ্ববিদ্যালয়ের সিই এবং ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর ড. নাদিম রেজা খন্দকার, এমই বিভাগের প্রধান প্রফেসর খন্দকার আফতাব হোসেন, ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিএসই বিভাগের প্রধান মো. মেহেদী হাসান রানা, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড.জাহাঙ্গীর আলম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও পিএস টু ভিসি মো. আব্দুল হান্নানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। পিঠা উৎসব উপলক্ষে মঞ্চে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা দিনব্যাপী এ আয়োজন উপভোগ করেন।



