স্থানীয় সংবাদ

দুর্নীতি মুক্ত দেশ গড়তে হাতপাখায় ভোট দিন-মুফতী আমানুল্লাহ

খবর বিজ্ঞপ্তি ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-২ আসনের হাতপাখা’র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ সোনাডাঙ্গা থানার ১৬ নং ওয়াডের সুইচ গেট, হামিদ নগর, রায়েল মহল, বড় মসজিদ এলাকা, আজিজের মোড, বড় বয়রা, বয়রা বাজার, পূজা খোলা, বিশ্বাস পাড়া সহ বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও প্রচার মিছিল করেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী-২৬) দিনব্যাপী গণসংযোগে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। এ সময় ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানো হয়। পথসভায় মুফতী আমানুল্লাহ বলেন, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ ও দখলবাজদের রুখতে দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভালো নীতি-আদর্শের পক্ষে, মানবতার কল্যাণে হাতপাখায় ভোট দেওয়ার আহবান জানান। গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ মইন উদ্দিন, আব্দুর রশিদ, আব্দুল মান্নান, মোঃ কবির হোসেন হাওলাদার, মোঃ আব্দুল মান্নান, মাওঃ ইকবাল মাহমুদ, আব্দুস সোবাহান, মুন্সি বশির উদ্দিন, ক্বারী সোহরাব হোসেন, মোঃ ফয়সাল করিম, হাবিবুল-াহ মেসবাহ, মোঃ আমিনুর ইসলাম, সাব্বির আহমেদ, মোঃ রেজাউল করীম, মোঃ আসাদুল্লাহ, আল-আমিন, হাফেজ উসামা আবরার, নুরল করিম, মাশরাফি বিন মুর্তজা সহ ওয়াডের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী। গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button