কুয়েট কর্মচারী সমিতির উদ্যোগে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ

খানজাহান আলী থানা প্রতিনিধি : কর্মচারিদের ন্যায্য অধিকার বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১লা জানুয়ারি থেকে বাস্তবায়ন এবং অন্তবর্তী সরকারের জ¦ালানি উপদেষ্টার নবম পে স্কেল সংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবিতে কুয়েট কর্মচারী সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। গতকাল ২৯ জানুয়ারি সকাল ১১টায় বিশ্ববিদ্যারয়ের দূর্বার বাংলার পদদেশ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আন্তঃবিশ^বিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহবানে এ কর্র্মসুচিতে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির সভাপতি শেখ এরশাদ আলী এবং সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার। প্রতিবাদ সভায় বক্তৃতা করেন কর্মচারী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহরিয়া খান, সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান মোড়ল,সহ-সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মোঃ সম্রাট কাজী, কোষাধক্ষ্য মোঃ হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক এস এম নুরুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ শরিফুজ্জামান, সহ-প্রচার সম্পাদক মোঃ আলামিন ফকির, রুমা খাতুন, বেগ শিবলী, মিঠুন কুমার দাস, মাসুম মিজি, মোঃ হাবিবুর রহমান, কর্মচারী সমিতির সাবেক সভাপতি ইমদাদ মোড়ল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জালাল মুন্সি, শেখ হাফিজুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, মীর জাকির হোসেন, আহসান হাবিব সুমন, মোঃ মহসিন মোড়ল, লাভলু আকন প্রমুখ নেতৃবৃন্দ। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের সর্বস্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



