রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুল খুলনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

খানজাহান আলী থানা প্রতিনিধি : রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুল (আরআরএফ) খুলনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত। গতকাল ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয়ের ৩৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ)’র কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ হাতেম আলী,পিপিএম-সেবা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আর আর এফ খুলনার ডেপুটি কমান্ড্যান্ট মোঃ ফয়েজ আহম্মদ,পিপিএম সেবা. এ এস পি মোঃ আফজাল হোসেন, আর আর এফ এর আর আই মোঃ আবুল বাশার, বিদ্যালয়ের অভিভাবক সদস্য এ্যাডঃ মোঃ কামাল হোসেন ও শামিমা সুলতানা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মতিয়ার রহমান ও দিলরুবা আমিনের যৌথ সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু জাফর সরকার। ক্রীড়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসেন, মাকসুদা কাজী, সুবর্ণী আক্তার, মহিউদ্দিন, হামিদা খাতুন, অজিত কুমার বাগচি, আশরাফুল ইসলাম, হাসিনা খাতুন, তাসরিন ইয়াসমিন, সোনিয়া খাতুন, ফাতেমা খাতুন, নুরতাজসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের সামনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করেন। পরে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষক শাহজাহান হাওলাদার, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।



