স্থানীয় সংবাদ

খুলনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মিঠুর পক্ষে গণসংযোগে ছাত্রনেতা বাপ্পি

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান মিঠুর পক্ষে গণসংযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি। এসময় তিনি গনভোটে হ্যাঁ এর পক্ষে সবাইকে ভোট দিতে বলেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় খুলনার ফুলবাড়িগেট এলাকায় এ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন নেতাকর্মীরা এবং প্রার্থী আরিফুর রহমান মিঠুর পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, নাজমুল হোসেন ইমরান, ইসরাত সুলতানা লামিয়া, তামিম হাসান লিওন, তৌশিক, নাহিদ, মেজবাহ, তরিকুল ইসলামসহ আরও অনেকে। নেতৃবৃন্দ বলেন, বৈষম্যহীন সমাজ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আরিফুর রহমান মিঠু একজন যোগ্য প্রার্থী। তারা আশা প্রকাশ করেন, সাধারণ মানুষ এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন জানাবেন

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button